• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বগুড়া-১ ও যশোর-৬ আসনে ১৪ জুলাই উপনির্বাচন

আরটিভি অনলাইন নিউজ

  ০৪ জুলাই ২০২০, ১৮:২৩
July 14 by-elections Bogra-1 Jessore-6 constituencies
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে এতদিন স্থগিত থাকা বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (৪ জুলাই) বিকেলে কমিশনের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

তিনি জানান, করোনাভাইরাসের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৪ জুলাই ওই দু’টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজকের সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসন দু’টিতে গত ২৯ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের শুরু হওয়ায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ভোটের সপ্তাহখানেক আগে সেটি স্থগিত করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ জানুয়ারি সাংসদ আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন ফাঁকা হয়।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
২ ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত
অনলাইনে মনোনয়নপত্র দাখিল সিস্টেম চালু করল নির্বাচন কমিশন
জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান হলেন এমপির এপিএস 
X
Fresh