spark
logo
  • ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২০, ১৯ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩০ জন, আক্রান্ত ১৩৫৬ জন, সুস্থ হয়েছেন ১০৬৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসি’র আবারও অভিযান শুরু (ভিডিও)

এআর বাদল, আরটিভি নিউজ
|  ০৪ জুলাই ২০২০, ১৪:৫৬ | আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৬:০৫

ডেঙ্গু থেকে রাজধানীবাসীকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১০ দিনব্যাপী এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসসহ পরিচ্ছন্নতার জন্য চিরুনি অভিযান শুরু করেছে। 

আজ শনিবার সকাল ১০টায় উত্তর সিটির ১০টি এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে গতবছর এই সময়ে এডিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন ১ হাজার আটশ’রও বেশি মানুষ। আর এ বছর সে সংখ্যা তিন শতাধিকেরও বেশি। নগর কর্তৃপক্ষের ব্যবস্থাপনা আর জনসচেতনতায় পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর।

তবে, রাজধানীতে এডিস মশার প্রকোপ কমলেও অন্য মশার উৎপাতের কারণে ক্ষোভ জানান নগরবাসী। তাদের দাবি নগরে এডিস কমলেও বেড়েছে কিউলেক্স মশার উপদ্রব। মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী তাই গণমাধ্যমের কাছে তাদের দুর্দশার কথা জানান।

এরই মধ্যে এডিস মশার বিস্তাররোধে দ্বিতীয় দফায় চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই অভিযান চলবে।

শুধু সিটি করপোরেশনের অভিযানে কাজ হবে না বরং মশামুক্ত থাকতে নগরবাসীকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে নগর কর্তৃপক্ষ। 

এজে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪২১০২ ১৩৭৯০৫ ৩১৮৪
বিশ্ব ১৮২৫২২৭৫১১৪৫৫৭৮০৬৯৩১১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়