• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে মৃতদের পরিবার দেড় লাখ টাকা করে পাবে

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২০, ১৭:০৩
The families of the victims of the launch sinking in Buriganga will get Rs 1.5 lakh
ছবিঃ সংগ্রহীত

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ জানিয়েছেন, বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবি ঘটনায় মৃত পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে। এছাড়া মরদেহ দাফনের জন্য নগদ ১০ হাজার টাকা করে দেয়া হবে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী জানান, লঞ্চডুবি ঘটনায় সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে সকালে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা ছোট্ট দোতালা লঞ্চ মর্নিং বার্ডকে ধাক্কা দেয় ময়ূর-২ নামে আরেকটি লঞ্চ। এখন পর্যন্ত নারী, শিশুসহ ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে উদ্ধার করতে আসা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডুবুরিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চটি নদীর তলাদেশে উপুর হয়ে আছে। ভেতরে কত জনের লাশ আছে তা বোঝা যাচ্ছে না এখনও।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh