• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দাবি যাত্রী কল্যাণ সমিতির

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২০, ১৪:৫৪
Bangladesh Passenger Welfare Association
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

রাজধানীর সদরঘাটের অদূরে শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার, চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ছোট ছোট ডিঙি নৌকায় সরদঘাটের এপার থেকে ওপারে যাতায়াতে প্রায়শ ছোট ছোট দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের উদাসীনতায় এহেন ভয়াবহ দুর্ঘটনা বেড়েই চলেছে।

তিনি এহেন দুর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হতাহতদের দ্রুত উদ্ধার ও বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করা, এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি নিহতদের মরদেহ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের খরচে প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দেওয়া এবং হতাহতদের পরিবারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন: লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ভাড়া ৩ পয়সা কমানো যাত্রী সাধারণের সঙ্গে তামাশার শামিল’  
ভয়াবহ দুর্ঘটনা যেন প্রতিদিনের হয়ে দাঁড়িয়েছে : জি এম কাদের
X
Fresh