• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

করোনায় ইমপালস হাসপাতালের আরো এক চিকিৎসকের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুন ২০২০, ১৮:৫৭
Impulse Hospital General Surgeon. Bazlur Rahman
ইমপালস হাসপাতালের জেনারেল সার্জন ডা. বজলুর রহমান

রাজধানীর তেজগাঁওয়ের বেসরকারি ইমপালস হাসপাতালের আরও একজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা যাওয়া চিকিৎসকের নাম ডা. বজলুর রহমান। তিনি হাসপাতালের জেনারেল সার্জন ছিলেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডা. বজলুর রহমানের ছেলের সঙ্গে আমার কথা হয়েছে। তার মরদেহ গাইবান্ধার জীগবাড়ির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

তিনি আরো জানান, এর আগে গত ৯ জুন করোনায় ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) অধ্যাপক ডা. জলিলুর রহমান খান মারা যান।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
X
Fresh