• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা উচিত

অনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৩

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করা উচিত। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলা এখন সারাবিশ্বে স্বীকৃত। বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। আর সেই জন্যে বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।

তিনি বলেন, জাতিসংঘের কাছে বাংলাকে সংস্থাটির অফিসিয়াল ভাষা হিসেবে চালুর দাবি তুলে ধরতে হবে। এটাই এখন আমাদের অঙ্গীকার হওয়া উচিত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পায়। তার নেতৃত্বে এবার বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা করার দাবি বাস্তবায়ন হবে।

এর আগে মঙ্গলবার ভোরে ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবরে শ্রদ্ধা জানান।

এইচটি/এফএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh