• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী 

আরটিভি অনলাইন রিপোট

  ১৭ জুন ২০২০, ১৭:২৩
Commerce Minister Tipu Munshi has been infected with the coronavirus
বাণিজ্যমন্ত্রী ।। ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

বুধবার (১৭ জুন) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বিকেলে বাণিজ্যমন্ত্রীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভে আসে। তবে তিনি সুস্থ ও ভালো আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

২০১৮ সালে জাতীয় সংসদের নির্বাচনে রংপুর-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযোদ্ধা টিপু মুনশি। ২০১৯ জানুয়ারিতে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

আজ বুধবার পর্যন্ত ৯৮ হাজার ৪৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১ হাজার ৩০৫ জন।

এরই মধ্যে সরকারের একাধিক মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আরও পড়ুন

এমকে/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা রুমি
নেপালের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে নৌ প্রতিমন্ত্রীর বৈঠক
ক্যানসারে আক্রান্ত কেট মিডলটন
X
Fresh