• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কোন জেলায় আক্রান্ত কতজন?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুন ২০২০, ১৮:২০
How many people are affected in which district?
কোন জেলায় আক্রান্ত কতজন

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ১৪১ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২০ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরো ৩২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭১ জনে। এদিকে আরো ৯০৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৮ হাজার ৭৩০ জন সুস্থ হলেন।

রোববার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৫০৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ এক হাজার ৪৬৫টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো— ঢাকা ২৪,৮৪৫, চট্টগ্রাম ৩,৪৭৬, নারায়ণগঞ্জ ২,৯১৯, কুমিল্লা ১,৫১৬, মুন্সীগঞ্জ ১,৪৫৮, কক্সবাজার ১,২৬০, গাজীপুর ১,২৪১, নোয়াখালী ৯৭০, ময়মনসিংহ ৮১৭, সিলেট ৬৭৬, রংপুর ৬০০, ফরিদপুর ৫৯৩, কিশোরগঞ্জ ৪৮৮, ফেনী ৪১০, গোপালগঞ্জ ৩৬৯, সুনামগঞ্জ ৩৬৮, জামালপুর ৩৫৫, খুলনা ৩১৯, চাঁদপুর ৩১৪, মাদারীপুর ৩১২, নেত্রকোনা ২৯৯, বগুড়া ২৬৯, ব্রাহ্মণবাড়িয়া ২৪৫, কুষ্টিয়া ২২৬, যশোর ২১৯, নওগাঁ ২১২, বরিশাল ২১১, নরসিংদী ২০৫, দিনাজপুর ১৮৩, জয়পুরহাট ১৮৩, শরীয়তপুর ১৮০, হবিগঞ্জ ১৭৬, মানিকগঞ্জ ১৬৮, পাবনা ১৬৪, শেরপুর ১৬২, লক্ষ্মীপুর ১৪৫, নীলফামারী ১৩৮, চুয়াডাঙা ১৩৩, পটুয়াখালী ১২১, মৌলভীবাজার ১১৬, রাজবাড়ী ১১৬, গাইবান্ধা ৯৪, ভোলা ৯০, রাজশাহী ৮৯, বরগুনা ৮৭, কুড়িগ্রাম ৮৬, রাঙ্গামাটি ৭৭, ঝিনাইদহ ৭৬, ঠাকুরগাঁও ৭৪, নাটোর ৭৪, বান্দরবান ৭১, বাগেরহাট ৬৮, চাঁপাইনবাবগঞ্জ ৬৭, সাতক্ষীরা ৬৩, নড়াইল ৫৯, টাঙ্গাইল ৫৮, খাগড়াছড়ি ৫৭, ঝালকাঠী ৫২, পঞ্চগড় ৫২, লালমনিরহাট ৪৮, পিরোজপুর ৪৬, সিরাজগঞ্জ ৪৫ ও মেহেরপুর ৩৮ জন।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় আইইডিসিআর। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা রুমি
X
Fresh