• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ৪৬ জনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুন ২০২০, ১৫:৫৬
Corona virus
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। একই সময়ে সর্বোচ্চ ৩ হাজার ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইনে ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী।

বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে মারা যাওয়া ৪৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে দু’জন, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে তিনজন করে, রংপুর বিভাগে পাঁচজন, ও খুলনা বিভাগে একজন।

এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩২ জন এবং নিজ বাড়িতে মারা গেছেন ১৪ জন।

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব ছয়জন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১৫ জন, সত্তরোর্ধ্ব সাতজন, ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন, ৯০ থেকে ১০০ বছর বয়সী একজন এবং শতবর্ষী একজন মারা গেছেন।

সব মিলে দেশে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৫ জন।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh