• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আলপনায় বরেণ্য শিল্পীরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৩

একুশ মানে ভাষা শহিদদের হারানোর শোক, একই সঙ্গে একুশ মানে মাতৃভাষাকে অর্জনের গৌরব। এই শোক আর প্রাপ্তির গৌরবকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে নিতে প্রস্তুত কেন্দ্রীয় শহিদ মিনার।

রোববার রাতে মূল বেদিসহ কয়েটি স্থানে রঙের কাজ শেষ হয়েছে। চারদিকে বাঁশের বেষ্টনী। বাঁশ মোড়ানো হয়েছে সাদা কাপড়ে। আশপাশের গাছগুলোর নিচের অংশেও সাদা রং লাগানো হয়েছে। বাতি লাগানো ও বৈদ্যুতিক কাজও শেষ।

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি, তাই শহিদ মিনারকে ঘিরে এই তৎপরতা।

এ বছরও শহিদ মিনারে আলপনার কাজ করছেন চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। সঙ্গে ছিলেন দেশ বরেণ্য শিল্পীরা।

চারুকলা বিভাগের সহকারি অধ্যাপক নাজির হোসেন খান জানান, শহিদ মিনারের সামনে রাস্তার পাশের দেয়ালে রঙের সমারহ। তাতে আঁকা হয়েছে বিভিন্ন লোকজ আলপনা। তার ওপরে লেখা হয়েছে একুশের কবিতা ও গান। এছাড়া বিখ্যাত মানুষদের উক্তি।

গেলো বারের মতো এবারো শহিদ মিনারের পেছনের অংশে দেয়াল চিত্র আঁকা হয়েছে।

তিনি জানান, দেয়াল চিত্র অংকনে শেখ আফজাল, শিশির কুমার ভট্টাচার্য, আবদুস সাত্তার, কামাল উদ্দিন, বিশ্বজিৎ গোস্বামী, জাহাঙ্গীর হোসেন, সুমন বৈদ্য, দুলাল চন্দ্র গাইন অংশ নেন।

তোরণ নির্মাণ করেছেন ফারজানা শান্তা, হারুন-অর-রশিদ, আসমিত আলম শাম্মি।

সাবেক শিক্ষার্থী নবেন্দু শাহা জানান, মূল বেদীতে আলপনায় নাজির হোসেন খান, শিশির কুমার ভট্টাচার্য, কুমার বিশ্বজিৎ অপুসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা যোগ দেন।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh