• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশের কোন জেলায় আক্রান্ত কত?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুন ২০২০, ১৭:৫১
How many are affected in any district of the country?
করোনা দেশের কোন জেলায় আক্রান্ত কত

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস বাংলাদেশেও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সারা দেশে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ১৭১ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জনে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৫ জনে। এদিকে আরও ৭৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ হাজার ৩৩৬ জন। এছাড়া করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ২৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ২২,৭১২, চট্টগ্রাম ৩,১৫১, নারায়ণগঞ্জ ২,৭৫৩, কুমিল্লা ১,২০৮, মুন্সীগঞ্জ ১,২০০, গাজীপুর ১,১৬৯, কক্সবাজার ১,০০১, নোয়াখালী ৮৬৫, সিলেট ৬৭৬, ময়মনসিংহ ৬৬৪, রংপুর ৫৩০, ফরিদপুর ৪৫৪, কিশোরগঞ্জ ৩৮২, গোপালগঞ্জ ৩৩২, জামালপুর ৩২১, ফেনী ২৯০, নেত্রকোনা ২৭৯, বগুড়া ২৬৯, চাঁদপুর ২৫৬, সুনামগঞ্জ ২৫১, মাদারীপুর ২২৪, খুলনা ২১৫, নওগাঁ ২১২, ব্রাহ্মণবাড়িয়া ১৯৬, নরসিংদী ১৯৫, বরিশাল ১৮৫, জয়পুরহাট ১৮৩, দিনাজপুর ১৮২, যশোর ১৭৭, হবিগঞ্জ ১৭৫, মানিকগঞ্জ ১৬৭, শরীয়তপুর ১৫৭, লক্ষ্মীপুর ১৪৪, কুষ্টিয়া ১৪২, নীলফামারী ১৩৮, শেরপুর ১২৭, চুয়াডাঙা ১২০, পাবনা ১১৯, মৌলভীবাজার ১১৬, রাজবাড়ী ১০১, পটুয়াখালী ৯০, রাজশাহী ৮৩, বরগুনা ৮১, ভোলা ৮০, কুড়িগ্রাম ৭৫, ঠাকুরগাঁও ৭৪, গাইবান্ধা ৭২, রাঙ্গামাটি ৬৮, নাটোর ৬৭, চাঁপাইনবাবগঞ্জ ৬৬, ঝিনাইদহ ৬৪, বাগেরহাট ৬০, টাঙ্গাইল ৫৬, সাতক্ষীরা ৫৪, পঞ্চগড় ৫২, বান্দরবান ৫১, খাগড়াছড়ি ৪৭, মাগুরা ৪৬, লালমনিরহাট ৪৩, সিরাজগঞ্জ ৪৩, ঝালকাঠী ৪২, পিরোজপুর ৪১, নড়াইল ৩৬ ও মেহেরপুর ৩৫ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় আইইডিআর। এরপর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর
কত টনের এসিতে কত বিদ্যুৎ বিল
ইতিহাস গড়লেন বাঁধন
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
X
Fresh