• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শহিদ মিনারে জাদুঘর তৈরির সবশেষ জানতে চান হাইকোর্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬

ভাষা সৈনিকদের প্রকৃত তালিকা ও শহিদ মিনারের পাশে লাইব্রেরিসহ জাদুঘর তৈরির নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ আসছে ৬ মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিলেন হাইকোর্ট।

রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

২০১০ সালের ৮ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারের মর্যাদা, ভাবগাম্ভীর্য ও পবিত্রতা সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

১৭ দিন পর রিটের শুনানি শেষে ২৫ আগস্ট ৮ দফা নির্দেশনাসহ রায় দেন হাইকোর্ট।

বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চ ওই রায়ের সঙ্গে সরকারকে ৮ দফা নির্দেশনা দিয়েছিলেন।

গুরুত্বপূর্ণ এসব নির্দেশনা এখনো বাস্তবায়ন করা হয়নি বলে গেলো বৃহস্পতিবার বিষয়টি আদালতকে অবহিত করেন রিট আবেদনকারী আইনজীবী। আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এগুলো বাস্তবায়নে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। সংস্কৃতি সচিবকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh