• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনায় পুলিশের ৬২০৬ সদস্য আক্রান্ত, মৃত্যু ১৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০২০, ১৮:৪১
In Corona, 6,208 members of the police were attacked and 17 died
ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের আরো ২০৭ জন সদস্য গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আজ রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০৬ জনে। আজ পর্যন্ত করোনায় পুলিশের একজন সিভিল স্টাফসহ ১৭ সদস্যের মৃত্যু হয়েছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ৩২২ জনসহ দুই হাজার ৭৬৭ জন পুলিশ সদস্য। এদের বেশিরভাগ আবার কাজে যোগ দিয়েছেন। আক্রান্তদের মধ্যে ডিএমপি সদস্য এক হাজার ৮২৮ জন। বর্তমানে পুলিশের ছয় হাজার ৪৫১ জন সদস্য কোয়ারেন্টিনে এবং দুই হাজার সাত জন সদস্য আইসোলেশনে আছেন।

পুলিশ কর্মকর্তাদের দাবি, আক্রান্ত সহকর্মীদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা তারা করেছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোগীর চাপ থাকায় একটি বেসরকারি হাসপাতাল ভাড়া করেছে কর্তৃপক্ষ।

রাজধানীতে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ১১টি আবাসিক হোটেল ভাড়া করা হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩ জন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জনে। এছাড়া আক্রান্ত হয়ে আরও ৪২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৮ জনে।

রোববার (৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় আইইডিসিআর। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
তীব্র গরমে পুলিশ সদস্যদের প্রতি ১১ নির্দেশনা
X
Fresh