• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মৃতদের মধ্যে ৭ জনের বয়স ৩১ থেকে ৪০

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০২০, ১৪:৪৯
coronavirus bangladesh live update
ছবি-সংগৃহীত

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪৩ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ৭৬৯ জনে দাঁড়ালো। একদিনে করোনায় আক্রান্ত হয়ে লাশের মিছিলে যোগ দিলো আরও ৪২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৮ জনে।

রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ। বাকি সাতজন নারী।

মহাপরিচালকের দায়িত্ব পাওয়া এই কর্মকর্তা বলেন, মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৭জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় আরও ৫৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৩ হাজার ৯০৬ জন সুস্থ হলেন। সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
করোনায় আরও একজনের মৃত্যু
তদন্ত প্রতিবেদন ৩ মাসের মধ্যে দাখিলের নির্দেশ 
X
Fresh