• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আপনি রেড, ইয়েলো না গ্রিন জোনে দেখে নিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০২০, ১৩:১২
You look at the red, yellow or green zone
আপনি রেড, ইয়েলো না গ্রিন জোনে দেখে নিন মানচিত্রে

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন চূড়ান্ত করেছে সরকার। এই তিনটি জোন ভাগ করে তার সুনির্দিষ্ট কিছু নিয়মকানুনও বেঁধে দেয়া হয়েছে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০ উপজেলাকে রেড জোন বা পুরোপুরি লকডাউন দেখানো হচ্ছে। ইয়েলো জোন বা আংশিক লকডাউন দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর গ্রিন জোন বা লকডাউন নয় দেখানো হচ্ছে একটি জেলা এবং ৭৫টি উপজেলাকে।

আপনি যে এলাকায় বাস করেন নিচের মানচিত্রে দেখে নিন কোন জোনের অন্তর্ভুক্ত।