• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ওয়েজবোর্ডে আসছে ইলেক্ট্রনিক মিডিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১১

সাংবাদিকদের ওয়েজবোর্ড গঠনের জন্য প্রাথমিক কাজ শেষ হয়েছে। বোর্ডের প্রধান হিসেবে একজন বিচারপতির নাম চাওয়া হয়েছে আইনমন্ত্রীর কাছে। এটা হলেই বোর্ড গঠন হবে। এবার ইলেক্ট্রনিক গণমাধ্যমকে ওয়েজবোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জাতীয় সংসদের আসছে অধিবেশনে সম্প্রচার আইন উত্থাপন করা হবে। এর মাধ্যমে সম্প্রচার কমিশন গঠন হবে। এ কমিশন ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ছাড়পত্রও বাতিল করতে পারবে। এটা আধা বিচারিক শক্তিশালী সংস্থা হবে।

সাগর-রুনি নিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার আইনগত নিষ্পত্তিতে ব্যর্থতা রয়েছে। তবে এ ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, খালেদা জিয়া ও বিএনপি মামলা থেকে রেহাই পাবার জন্য সরকারের সঙ্গে দর-কষাকষির ক্ষেত্র তৈরি করছে। নির্বাচন বর্জনের হুমকি, গণতন্ত্রকে জিম্মি করার হুমকি। এটা করতে দেয়া হবে না।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মোরসালীন নোমানীসহ অনেকে ছিলেন।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh