• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাজারে মিলছে গরুর মাংস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৮

৬ দিন ধর্মঘটের পর রাজধানীর বাজারগুলোতে বিক্রি হচ্ছে গরুর মাংস। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৭০ টাকা।

ধর্মঘটের বিষয়ে মাংস ব্যবসায়ীরা রোববার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

এদিকে এ’কদিন গরু মাংস বিক্রি বন্ধ হওয়ায় ছাগল ও মুরগির মাংসের দাম বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার ১৬০ টাকা, লেয়ার ১৮০ টাকা, পাকিস্তানি লাল মুরগি ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৭২০ টাকা।

মাংস ব্যবসায়ীরা জানান, রোববার সাধারণত ঢাকায় পশু জবাই করা হয় না। কিন্তু ৬ দিন অবরোধের কারণে ক্রেতাদের কথা চিন্তা করে বাজারগুলোতে মাংস বিক্রি হচ্ছে।

গাবতলী পশু হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধসহ ৪ দফা দাবিতে গেলো ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর মাংসের দোকানগুলোতে গরুর মাংস বিক্রি বন্ধ ছিল।

গেলো শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, ভারতীয় গরু আমদানি ব্যবস্থা ঠিক করা হলে ৩০০ টাকা কেনো; আরো কম দামেও মাংস আমরা শহরবাসীকে সরবরাহ করতে পারবো।

তিনি বলেন, দাবি-দাওয়া মেনে না নেয়া হলে সারাদেশে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকা হবে। মানা হলে ধর্মঘটের আর কোনো দরকার নেই।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh