• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনায় দেশে মৃতের সংখ্যা ৮শ’ ছাড়াল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুন ২০২০, ১৫:৩৬
Corona virus died
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৮১১ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৮২৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। একই সঙ্গে মারা গেছেন ৩০ জন।

দেশে বিভিন্ন স্থানের মোট ৫০টি ল্যাবের নমুনা পরীক্ষাগার থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ হাজার ৮২৮ জন ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯১ জন।

আর ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জনের। এদের ২৩ জন পুরুষ এবং ৭ জন নারী। এই নিয়ে মোট ৮১১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

এদিকে আরও ৬৪৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ১২ হাজার ৮০৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

এজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
করোনায় আরও একজনের মৃত্যু
তদন্ত প্রতিবেদন ৩ মাসের মধ্যে দাখিলের নির্দেশ 
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh