• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বইমেলায় তারাও

মোঃ কামাল হোসেন

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৪

বইমেলায় শিশুদের জন্য শুক্র ও শনিবার শিশুপ্রহরের আয়োজন করে বাংলা একাডেমি। ব্যস্ততা না থাকায় এ উদ্যোগে সাড়া দিয়ে সকাল থেকেই শিশু ও অভিভাবকরা বইমেলা প্রাঙ্গণে ছুটে আসেন। ঘোরাঘুরির পাশাপাশি পছন্দ হলে ছেলে-মেয়ে, প্রিয়জনদের জন্য বইও কেনেন তারা। বইমেলার রেশ থেকে নিজেদের আলাদা করতে পারেননি এতে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরাও।

শনিবার বিকেলে বইমেলা প্রাঙ্গণে এমন দৃশ্য চোখে পড়ে অনেকেরই।

অক্ষর প্রকাশনী থেকে বই কিনতে দেখা গেলো আমিনুর রহমান নামের পুলিশ সদস্যকে। তিনি আরটিভি অনলাইনকে জানান, আমার ডিউটি শেষ। তাই একটু ঘোরাঘুরি করছিলাম। ইসলামের ৪ খলিফার জীবনী বিষয়ক বই পছন্দ হয়ে গেলো। বাসার সবার কথা মাথায় রেখে এটি কিনলাম।

তিনি বলেন, কাজের জন্য পরিবারকে সময় দিতে পারি কম। আমার ১২ বছরের মেয়ে আছে। তার জন্য ২/৩টা বই কিনবো পছন্দ হলে।

পাশের আরেকটি স্টলে দেখা গেলো র‌্যাবের ২ সদস্যকে। তাদের মধ্যে হাসানুজ্জামান নামের একজন আরটিভি অনলাইনকে বলেন, প্রতিদিন এখানে ডিউটি থাকে না। আজ ছুটির দিন থাকায় মেলায় ভিড় বেশি। ডিউটির অংশ হিসেবেই ঘোরাঘুরি করছি। ক্রেতা-বিক্রেতা সবার মধ্যেই সন্তুষ্টি বিরাজ করছে।

তিনি বলেন, গেলো বারের তুলনায় এবার মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এটাই হয়তো কারণ। ঘুরছি, যদি কোনো বই পছন্দ হয়ে তবে কিনবো।

বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্টলও রয়েছে।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh