• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নকল হ্যান্ড স্যনাইটাইজার বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুন ২০২০, ২০:৩৯
নকল হ্যান্ড স্যনাইটাইজার বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা
ফাইল ছবি

রাজধানীতে নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, মঙ্গলবার (২ জুন) সকালে রেজা ফুড প্রোডাক্ট নামে ওই প্রতিষ্ঠানের মালিক রেজাউর রহমান ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি জানান, ওই দোকানে ‘১০০% জীবানুনাশক’ লেখা নকল হ্যান্ড স্যনাইটাইজার বিক্রি করা হচ্ছিল। এছাড়া তারা মেয়াদ উত্তীর্ণ হ্যান্ড ওয়াশ বিক্রি করছিলেন। মঙ্গলবার সকালে র‌্যাব অভিযান চালিয়ে বিপুল নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছে। এ ঘটনায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ অনুসারে প্রতিষ্ঠানের মালিক রেজাউর রহমানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
X
Fresh