• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইউরোপের স্বপ্ন দেখিয়ে নিম্নবিত্তদের টার্গেট করতেন হাজি কামাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুন ২০২০, ১৮:৩৮
Haji Kamal used to target the lower class by showing the dream of Europe
ছবিঃ সংগ্রহীত

স্বল্প অর্থে স্বপ্নের ইউরোপযাত্রার প্রলোভন দেখিয়ে দেশের নিম্নবিত্তদের টার্গেট করে মানবপাচারকারী চক্রের সদস্যরা। ভারতের কলকাতা, মুম্বাই, সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে মিশর ও পরে লিবিয়ার বেনগাজী-ত্রিপলি পাঠানো হয় তাদের।

সোমবার (১ জুন) দুপুরে রাজধানীর টিকাটুলি র‌্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান।

এরপর ঝুঁকিপূর্ণ সাগরপথে ইউরোপযাত্রা শুরুর আগেই লিবিয়াতে নির্যাতন করে আদায় করা হয় বিপুল পরিমাণ অর্থ। কখনো এই নির্যাতনে কিংবা গভীর সমুদ্রেই সলিল সমাধি ঘটে স্বপ্নের ইউরোপযাত্রার।

সম্প্রতি লিবিয়াতে ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় কামাল উদ্দিন ওরফে হাজি কামাল (৫৫) নামে ওই মানবপাচারকারী চক্রের অন্যতম হোতাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৩।

রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকা থেকে আটক কামাল প্রায় ১০ বছর ধরে মানবপাচারের সঙ্গে যুক্ত। এক্ষেত্রে বিদেশে গমনেচ্ছুক নির্বাচন, লিবিয়ায় পাঠানো ও লিবিয়া থেকে ইউরোপ পাঠানো- এ তিনটি ধাপ অনুসরণ করে চক্রটি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবপাচার রোধে টেকসই সমাধানে গুরুত্বারোপ পররাষ্ট্র সচিবের
ঝিনাইদহে মানবপাচার মামলায় ৩ জনকে যাবজ্জীবন 
X
Fresh