• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার ৩০.৮১ শতাংশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুন ২০২০, ১৫:০৮
Corona infection rate 30.61 percent
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার ৩০.৮১ শতাংশ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজ সোমবার রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮১ জন। আর মারা গেছেন ২২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬ শতাংশ।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ২ জন ও বরিশালে ১ জন মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে ভর্তি হয়েছেন ৪৪৯ জন। আর আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ২২২ জন। বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৬ হাজার ২১ জন।

প্রসঙ্গত, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

এজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আয়ানের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ হাস্যকর, আইওয়াশ’
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮
X
Fresh