• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউনূসকে না সরাতে হুমকি দেয়া হয়েছিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৭

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনুসকে না সরাতে হুমকি দেয়া হয়েছিল। বলা হয়েছিল, তাকে সরালে পদ্মাসেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ করে দেয়া হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জার্মানির মিউনিখের ম্যারিয়ট হোটেলে ইউরোপীয় আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শেখ হাসিনা বলেন, ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরালে দেশের সবচেয়ে বড় পদ্মাসেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন প্রত্যাহার করা হবে। শুধু তাই নয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সজীব ওয়াজেদ জয়কে ৩ বার ডেকে তাকে না সরাতে চাপ দেয়া হয়। জয়কে বলা হয় ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরালে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে পদ্মাসেতুর অর্থায়ন প্রত্যাহার করা হবে। এ কথা যেনো আমাকে বোঝানো হয়।

প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, একজন নোবেল বিজয়ীর কেনো একটি প্রতিষ্ঠানের এমডি পদ আঁকড়ে থাকার এতো মোহ?

তিনি জানান, আমরা তাকে ব্যাংকের এমিরেটাস উপদেষ্টা হিসেবে থাকার কথা বলি। কিন্তু ড. ইউনূস এমডি পদে থাকতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে লবিং করেন।

তিনি আরো বলেন, আমরা জনগণের অর্থ আত্মসাতের জন্য নয়, দেশের কল্যাণে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি। কানাডার আদালতের পদ্মাসেতু দুর্নীতির রায়ের মধ্য দিয়ে তা প্রমাণ হলো। স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের পরও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh