• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের মধ্যে পঞ্চাশোর্ধ ২৩ জন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মে ২০২০, ১৫:৫০
Coronavirus infected dead
প্রতীকী ছবি।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জন মারা গেছেন। এদের মধ্যে ৩৩ জনই পুরুষ। আর বাকি ৭ জন নারী। ২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের মধ্যে পঞ্চাশোর্ধ আছেন ২৩ জন। ভাইরাসটিতে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে।

রোববার (৩০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ, নারী ৭ জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছর বয়সী মারা গেছেন ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী মারা গেছেন ১১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন ৮ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী মারা গেছেন ১১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪ জন মারা গেছেন।

গেল ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ২ জন, রাজশাহীতে ১ জন, রংপুরে ১ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৫২টি ল্যাবে ১১ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৫ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪০ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ জনে। এদিকে আরও ৪০৬ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট নয় হাজার ৭৮১ জন সুস্থ হলেন। সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩৮ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh