• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বাবুল আক্তার জড়িত থাকলে ব্যবস্থা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৬

স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যায় তার স্বামী ও সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেয়া হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার দুপুরে ঢাকার তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিতু হত্যায় বাবুল আক্তারের জড়িত থাকার সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনো আমাদের হাতে আসেনি। প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে।

২০১৬ সালের ৫ জুন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে অভিযোগ করেছে বাবুলের কথিত বান্ধবীর শ্বশুরবাড়ির পরিবার। তবে পুলিশ বলছে, তদন্তে এখনো হত্যাকাণ্ডের সঙ্গে বাবুলের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার ঝিনাইদহে পুলিশের সাবেক উপপরিদর্শক আকরাম হোসেনকে পরিকল্পিত হত্যার অভিযোগ ওঠে বাবুল আক্তারের বিরুদ্ধে। নিহতের ৫ বোন সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh