• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারেন’

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০২

পদ্মসেতু দুর্নীতি মামলা ও বিশ্বব্যাংক অর্থায়ন বাতিলের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসসের খবরে বলা হয়, মিউনিখে প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন

তিনি বলেন, মহান আল্লাহ কাছে শুকরিয়া জানাচ্ছি যে, দীর্ঘ যন্ত্রণার পর কানাডিয়ান আদালতের রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদক অনীল দাসগুপ্ত এমএ গনি চৌধুরী, জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক সাবু।

এমকে/এফএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh