• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নতুন ইসির অধীনে প্রথম নির্বাচন শনিবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৯

সদ্য নিয়োগ পাওয়া নতুন ইসির অধীনে প্রথম নির্বাচন শনিবার। রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ভোটের মাধ্যমে নিজেদের প্রথম কার্যক্রম শুরু করছে কমিশন। আর সেজন্য নির্বাচন সংশ্লিষ্ট ও রাজনৈতিক দলগুলোর সতর্ক দৃষ্টি এখানে।

শনিবার বাঘাইছড়ি পৌরসভার ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রে পাঠানো হয়েছে দরকারি নির্বাচনী সরঞ্জাম। সুন্দর পরিবেশে ভোট আয়োজনে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এরই মধ্যে শুক্রবার সকালে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদাৎ হোসেন চৌধুরী।

কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে প্রথম ভোট নিয়ে যেনো কোনো বিতর্ক তৈরি না হয় সেজন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে প্রশাসনকে। বলা হয়েছে, কোনো প্রকার প্রভাবকে প্রশ্রয় না দিয়ে জিরো টলারেন্স দেখাতে।

বাঘাইছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী লড়ছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১শ’ ১৭ জন।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh