• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনা আক্রান্তের বিশ্ব তালিকায় ২৫তম স্থানে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মে ২০২০, ১৪:৪৬
 Bangladesh is ranked 25th in the world in the number of corona attacks
দেশের বিভিন্ন স্থানে করোনা উপেক্ষা করে ঈদ শপিংয়ের চিত্র এমনটাই

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে। ফলে করোনা আক্রান্তের তালিকায় ২২০টি দেশ ও অঞ্চলের মধ্যে ২৫তম স্থানে উঠে এলো বাংলাদেশ।

শনিবার দুপুর তিনটা পর্যন্ত ওর্য়াল্ডো মিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছিল ৫৩ লাখ ২০ হাজার ৮৩৪ জন। মৃতের সংখ্যা ছিল ৩ লাখ ৪০ হাজার ২৬১ জন।

বাংলাদেশের উপরে রয়েছে ২৪তম স্থানে থাকা সুইডেন। ইউরোপের দেশটিতে আক্রান্ত হয়েছে মোট ৩২ হাজার ৮০৯ জন। মারা গেছে ৩ হাজার ৯২৫ জন।

বাংলাদেশের পরেই রয়েছে সিঙ্গাপুর। মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৬৮ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের।

শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৫ হাজার ৩৫৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৯৭ লাখ ৬৫৫ জন।

দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্ত ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮৮ জন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল ৩ লাখ ৩২ হাজার জন আক্রান্ত হয়েছে দেশটিতে। মৃত্যু হয়েছে ২১ হাজার ১১৬ জনের।

তালিকার ১১তম স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ১৪৯ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭২৮ জনের।

এদিন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়েছে, গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। এদিকে আরও ২৯৬ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ছয় হাজার ৪৮৬ জন সুস্থ হলেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েই চলছে নারী নির্যাতন
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
বাংলাদেশ সিরিজের জন্য আইপিএল ছাড়ছেন রাজা!
X
Fresh