• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

অনলাইন ডেস্ক
  ২৩ মে ২০২০, ১১:৫৮
Chance of rain on Eid day
ফাইল ছবি

ঈদের দিন দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (২৩ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ পূর্বাভাসে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ।

বজলুর রশীদ বলেন, আগামীকাল রোববার ও পরশু-দুইদিনই (ঈদের দিন) আকাশ মেঘলা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম।

এদিকে, ঘূর্ণিঝড় আম্পানের চলে যাওয়ার পর আবহাওয়া তার স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে। দেশের সমুদ্রবন্দর, নদীবন্দরে কোনও সতর্কবার্তা নেই। এ অবস্থায় ঢাকাসহ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ।

পবিত্র ঈদুল ফিতর রোববার না সোমবার উদযাপিত হবে তা জানা যাবে আজ শনিবার সন্ধ্যায়। সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন রোববার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দেশের কোথাও চাঁদ দেখা না গেলে রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে সোমবার (২৫ মে)।

এস/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা তিন দিন ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা
রাজধানীসহ ৮ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা, সতর্ক সংকেত
আবহাওয়া নিয়ে নেই সুসংবাদ, তীব্র তাপদাহ আরও বাড়তে পারে
যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি
X
Fresh