• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় পরিবর্তনে উপকৃত হতে পারে বাংলাদেশ: মার্কিন কর্মকর্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০২০, ১৮:১৮
পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক কর্মকর্তা অ্যালিস ওয়েলস
পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক কর্মকর্তা অ্যালিস ওয়েলস

কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে বৈশ্বিক সরবরাহ চেইন পরিবর্তনের ফলে বাংলাদেশের অর্থনীতি লাভবান হতে পারে। এমন সম্ভাবনার কথা বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক কর্মকর্তা অ্যালিস ওয়েলস।

ভার্চুয়াল মাধ্যমে এক আঞ্চলিক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

অ্যালিস আরও বলেন, ‘বৈশ্বিক (এই) সাপ্লাই চেইনের বৈচিত্রের সময় এখন। বাংলাদেশের জন্য এই সময়টি একটি সুযোগও হতে পারে।’

বাসস জানায় বুধবার ওই প্রেস ব্রিফিংয়ে তাদের কূটনীতিক সংবাদদাতাও যোগ দেন।

অ্যালিস ওয়েলস আরও বলেন, বৈশ্বিক ব্যবসায়ের প্রয়োজনে বর্তমান বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর জন্য ‘চীনকে কিছুটা কম ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করা হচ্ছে।

বেইজিংয়ের সাথে ভার্চুয়াল বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে মহামারীর প্রাদুর্ভাবের আগে কয়েক মাস ধরে বিশ্বব্যাপী সরবরাহ চেইন পরিবর্তন করার আহ্বান জানিয়েছিল আমেরিকা।


এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উইকিলিকসে সিআইএর হ্যাকিং সরঞ্জাম ফাঁস, মার্কিন কর্মকর্তার ৪০ বছর কারাদণ্ড
গাজার গণহত্যায় সমর্থন দিয়ে যাওয়ায় মার্কিন কর্মকর্তার পদত্যাগ
ফের আসছে করোনা
X
Fresh