• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

গতি কমে রাজশাহী থেকে উত্তর দিকে আম্পান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০২০, ১০:০৯
The speed decreased from Rajshahi to the north
ছবি: সংগৃহীত

উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে ক্রমশ দুর্বল হয়ে রাজশাহী থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় আম্পান।

বৃহস্পতিবার (২১ মে) সকালে আবহাওয়া অফিস জানায়, আম্পান এখন উত্তরদিকে সরতে থাকবে। ভারি বৃষ্টিপাতের সাথে শক্তি কমে আসবে আম্পানের। পাবনা, গাইবান্ধার দিকে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। শিগগিরই স্থল নিম্নচাপ হিসেবে উত্তর দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে শক্তি হারাবে আম্পান। তবে আজ সারাদিনই আবহাওয়া বৈরী থাকতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আম্পান মধ্যরাতে ঝিনাইদহ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছিল। আজ বৃহস্পতিবার ভোরে এটি আরও উত্তরদিকে সরে এখন রাজশাহী, পাবনা অঞ্চলের দিকে আছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলসহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়ের কারণে মংলা ও পায়রা সমুদ্রবন্দরে দেওয়া ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত এখনো বহাল রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোথায় কেমন গরম পড়বে, জানাল আবহাওয়া অফিস
এপ্রিলে কয়টি কালবৈশাখী ও ঘূর্ণিঝড় হতে পারে, জানাল অধিদপ্তর
তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে, হতে পারে ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি
X
Fresh