• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লকডাউনে চলাফেরায় পুলিশের ‘মুভমেন্ট পাস’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মে ২০২০, ০৯:৪৮
Police 'movement pass' during lockdown
ছবি: সংগৃহীত

জনসাধারণের বাইরে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে ‘মুভমেন্ট পাস’ চালুর উদ্যোগ নিচ্ছে পুলিশ। এ পাসের মাধ্যমে জরুরি প্রয়োজনে কোনও বাধা ছাড়া চলাফেরা করা যাবে। এক্ষেত্রে অনলাইনে একটি আবেদন করতে হবে। পুলিশ সদর দপ্তর জানিয়েছেন, সেবাটি এখনো ডেমো পর্যায় রয়েছে। তবে খুব শিগগিরই সেবাটি চালু হবে।

জানা গেছে, সবাই এই পাস পাচ্ছেন না। কেবল জরুরি সেবার সাথে সংশ্লিষ্টদের দেয়া হবে এই পাস।

পুলিশ সদরদপ্তরের কর্মকর্তারা বলছেন, সদরদপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে এই কার্যক্রম। জরুরি পণ্য পরিবহন, সেবাদানে সংশ্লিষ্ট ব্যক্তিসহ ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেয়া হবে এই পাস।


পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয়, পর্যটন, মরদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে এ পাস দেয়া হবে। এছাড়া, এসব ক্যাটাগরি বাদে কারো বাইরে চলাফেরার একান্ত প্রয়োজন হলে বিবেচনা সাপেক্ষে তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেয়া হবে।