logo
  • ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২০, ১৩ অগ্রহায়ণ ১৪২৭

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৩, নারী তিন

করোনাভাইরাস, আক্রান্ত, মৃত, সুস্থতা, বাংলাদেশ
প্রতীকী ছবি।

করোনা নিয়ে বাংলাদেশে উদ্বেগ কমছে না। ক্রমে বাড়ছে মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৬ জন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ, ৩ জন নারী। ৫০ বছরের বেশি বয়স্ক আছেন ১২ জন। এখন পর্যন্ত মোট মৃত ৩৮৬ জন।

বুধবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা  জানান, ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন, চট্টগ্রামে ৫ জন, সিলেটে ১ জন, রংপুরে ৩ জন। মৃতদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১২ জন, বাসায় মারা গেছেন ৪ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ০ থেকে ১০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ১জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১থেকে ৫০ বছর বয়সী ১ জন, ৫১ বছর ৬০ বয়সী ৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় সুস্থতার হার ১৯ দশমিক ৪৭ এবং মৃতের হার ১ দশমিক ৪৪ শতাংশ।

দেশে নতুন করে ১ হাজার ৬১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তকৃত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৭৩৮ জনে। সুস্থ হয়েছেন ২১৪ জন, মোট সুস্থ ৫২০৭ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জিএ

RTVPLUS