• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঘূর্ণিঝড় আম্পান: বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মে ২০২০, ২০:৪২
Instructions to prepare to deal with the power situation
ফাইল ছবি

আসন্ন ঘূর্ণিঝড় আম্পান পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে। রক্ষণাবেক্ষণ ও মেরামত কার্যক্রম দ্রুততার সঙ্গে করে তাৎক্ষণিকভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।

সোমবার (১৮ মে) প্রতিমন্ত্রী তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি ও পাওয়ার সেলের সঙ্গে চলমান প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এসময় প্রতিমন্ত্রী বলেন, শতভাগ বিদ্যুতায়ন সংক্রান্ত প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়ন করতে হবে। মুজিব বর্ষেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত উল্লেখ করে তিনি বলেন, সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে অফিসগুলো। সতর্কতার কোনও ঘাটতি থাকা যাবে না। কোভিড-19 নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত গাইড লাইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‌‘বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়’
শিল্পাঞ্চল ছাড়া গ্যাসের লাইন নয় : নসরুল হামিদ
চলতি সপ্তাহেই তেলের দাম সমন্বয়ের গেজেট : নসরুল হামিদ
গ্রাহক পর্যায়ে কমবে জ্বালানি তেলের দাম
X
Fresh