• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মহামারির মধ্যেও যেন সেবা পান সেজন্য কাজ করে যাচ্ছি : মেয়র তাপস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মে ২০২০, ২০:১৫
I am working to get services even in the midst of an epidemic
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, মহামারির মধ্যেও যেন জীবন যাপন করতে পারেন, সেবা পান, ত্রাণ পান, সেজন্য কাজ করে যাচ্ছি। এই মহামারি কাটিয়ে আমরা উন্নত ঢাকা গড়ার দিকে এগিয়ে যাবো।

আজ সোমবার (১৮ মে) নগর ভবনে মেয়রের কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে হতদরিদ্র আট হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসির ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে ওয়ার্ডের হতদরিদ্র আট হাজার পরিবার এ ত্রাণ পাচ্ছে।

মেয়র এসময় ভিডিও কনফারেন্সে ৫৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরে সচেতন থাকবেন। আমরা করোনাভাইরাস মহামারির মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছি। ঈদ আমাদের জীবনের সংস্কৃতির একটা বড় অঙ্গ। তাই যে যেখানেই থাকি না কেন, ঘরে বসে হলেও আমরা আনন্দের সাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করবো।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন যত মুসল্লি
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
‘ঈদের পরই পুরান ঢাকার রাসায়নিক গুদামে চিরুনি অভিযান’
X
Fresh