• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মুনতাসীর মামুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মে ২০২০, ১৯:১০
Professor Muntasir Mamun of the Department of History, Dhaka University
মুনতাসীর মামুন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন।

আজ সোমবার মুনতাসীর মামুন বাসায় ফেরার পর আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি বাসায় ফিরেছি, এখন সুস্থ আছি।

তিনি আরও বলেন, আমার অসুস্থতার খবর জানার পর সারা দেশের মানুষ আমার জন্য শুভকামনা জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের লোকজন আমার শারীরিক অসুস্থতার সময় সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন। আর চিকিৎসকদের নিরলস পরিশ্রমে আমি সুস্থ হয়ে বাসায় ফিরেছি। তাদের প্রতি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩ মে রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরদিন পরীক্ষায় তারও করোনাভাইরাস শনাক্ত হয়। ৬৯ বছর বয়সী অধ্যাপক মুনতাসীর মামুনের হার্টের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট হচ্ছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যখন শুরু হবে মঙ্গল শোভাযাত্রা
ঢাবিতে ঈদের জামাত সকাল ৮টায়
যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের নিয়োগ স্থগিত
ঢাবির কোয়ার্টার থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
X
Fresh