• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মহাখালীতে বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০২০, ১৩:২৭
Garment workers have blocked roads demanding wages
ছবিঃ সংগ্রহীত

দুই মাসের বেতন-ভাতার দাবিতে রাজধানী মহাখালীর আমতলী এলাকার একটি গার্মেন্টসের কর্মীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে তারা মহাখালী-বনানীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে বন্ধ হয়ে গেছে জরুরি সেবার যান চলাচল।

বেলা পৌনে ১২টায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম আরটিভি অনলাইনকে বলেন, ‘অ্যাপারেলস নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে রাস্তা অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘গার্মেন্টসটির এই বেতন ভাতা বকেয়ার বিষয়টি নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর এবং কারখানার মালিকপক্ষ বৈঠক হলেও সমাধান হয়নি। আজ সকালে শ্রমিকরা রাস্তা অবরোধ করে বসেন।’


এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত
মহাখালী টার্মিনালে বাস সংকটে ম্লান বাড়ি ফেরার খুশি
তারা কি শিল্পী সমিতিকে গার্মেন্টস সমিতি বানাতে চায়, প্রশ্ন ডিপজলের
পিকআপভ্যান উল্টে নারীর মৃত্যু
X
Fresh