• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চন্দ্রশিলা ছন্দার 'পরির সাথে এ মন মাতে'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৬

বইমেলায় এসেছে কবি চন্দ্রশিলা ছন্দা'র কিশোর কাব্যগ্রন্থ 'পরির সাথে এ মন মাতে'। বইটি বের করেছে অাদিগন্ত প্রকাশনী। পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে ৫৪১ ও ৫৪২ নম্বর স্টলে। দাম রাখা হয়েছে ২৫০ টাকা।

এর আগে চন্দ্রশিলা ছন্দার ৪টি বড়দের বই প্রকাশ পেয়েছে। তবে ছোটদের জন্য এটিই তাঁর প্রথম বই। দীর্ঘদিন ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর বিভিন্ন পত্রিকা ও লিটলম্যাগে ছোটদের পাতায় লেখালেখি করেছেন।

বইটি সম্পর্কে চন্দ্রশিলা বলেন, দীর্ঘদিনের ইচ্ছে ছিল কিশোর কবিতাগুলো নিয়ে বই প্রকাশের। অবশেষে সেটা সম্ভব হয়েছে। এ কাব্যগ্রন্থে উঠে এসেছে দেশপ্রেম, প্রকৃতি এবং কিশোরদের বিজ্ঞান চিন্তা ও কল্পনা। যা তাদের কৈশোর জীবনকে আরো প্রাণবন্ত করে তুলবে।

তিনি আরো বলেন, মায়ের কোল থেকে যে ছন্দের দুলোনি, সুর তালে বিমুগ্ধতা সেটার স্বাদ পাই ছোটদের কবিতা থেকেই। কবি শিশু-কিশোরদের গড়ে তুলতে বা কোনদিকে পরিচালনা করতে চান তার সঙ্গে শিশুর মনস্তত্ত্বাত্বিক ব্যাপার থাকে। চেষ্টা করেছি, সে ব্যাপারগুলো ধরতে। আশা করি বইটি সবার ভালো লাগবে।

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh