• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

দেশে একদিনে মারা গেলেন পঞ্চাশোর্ধ ১৩ জন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মে ২০২০, ১৫:০৪
Died, in his fifties, coronavirus
প্রতীকী ছবি।

মরণঘাতী করোনাভাইরাসে মৃতের মিছিলে যেন থামছে না। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যুর হয়েছে। তবে এর মধ্যে আছে পঞ্চাশোর্ধ ১৩ জন। দেশে এখন মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৮ জনে।

শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

জানা যায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৭ জন পুরুষ, নারী ৮ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের ২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৮ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন ও ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১২০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সংখ্যা ২০ হাজার ৬৫ জন। সুস্থ হয়েছেন ২৭৮ জন, মোট সুস্থ ৩৮৮২ জন। গতকাল সুস্থ ছিল ২৪২ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে সংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা
ইতেকাফ অবস্থায় মারা গেলেন সাবেক ইউপি চেয়ারম্যান
মারা গেলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি
X
Fresh