• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ড. আনিসুজ্জামান করোনা আক্রান্ত ছিলেন, পূর্বঘোষিত কর্মসূচি বাতিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০২০, ২৩:৪৯
Writer, researcher and national professor. Anisuzzaman was infected with coronavirus
ড. আনিসুজ্জামান

লেখক, গবেষক ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। ফলে পূর্বঘোষিত সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তার ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাতে বাবার (ড. আনিসুজ্জামান) করোনা টেস্টের ফলাফল পাওয়া গেছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

তিনি আরও জানান, বাবা করোনায় আক্রান্ত হওয়ার স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে। পূর্বঘোষিত কর্মসূচি পালন করা হবে না।

প্রসঙ্গত, গত ২৭শে এপ্রিল হৃদরোগ সমস্যার পাশাপাশি কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স, প্রোস্টেট ও রক্তে সংক্রমণের সমস্যা নিয়ে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত শনিবার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মারা যান তিনি।

এজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
X
Fresh