• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৃহস্পতিবার ছুটির বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০২০, ১৫:৫১
বৃহস্পতিবার ছুটির বিষয়ে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মহামারীর মধ্যে অফিস-আদালত বন্ধ রেখে ঘরে থাকার মেয়াদ আরও বাড়ানো হবে কি-না, সেই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দেবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

সরকারের একটি সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে ভিডিও কনফারেন্স করে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে আসছেন সরকারপ্রধান। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কয়েকটি জেলার মাঠ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সরকারপ্রধান।

করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও কয়েক দফায় ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে।