• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দেশে করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল টেস্ট শুরুর পরিকল্পনা জুনে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মে ২০২০, ১৬:২০
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
জুন থেকেই দেশে ক্লিনিকাল টেস্ট শুরুর পরিকল্পনা

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন এনে জুন থেকেই দেশে এর ক্লিনিকাল টেস্ট শুরুর পরিকল্পনা চলছে।

এমনটা জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে কয়েকটি ওষুধ কোম্পানির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এদিকে সম্প্রতি এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন বেল জানান, ৬ সপ্তাহ অর্থাৎ, জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে মানবদেহে ভ্যাকসিনের প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তারপরই এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা প্রতিরোধে এই ভ্যাকসিন কাজ করার সম্ভাবনা রয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh