• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পদ্মা সেতু প্রকল্পে গোলাগুলির খবর গুজব: পুলিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মে ২০২০, ১১:১০
পদ্মা সেতু প্রকল্পে গোলাগুলির খবর গুজব: পুলিশ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা রেলওয়ে সেতু প্রকল্পে ঠিকাদারদের সঙ্গে শ্রমিকদের গোলাগুলির খবর গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গুজবে কাউকে কান না দিতে অনুরোধ জানানো হয়েছে।

তবে দৈনিক ভাতা নিয়ে অসন্তোষ দেখা দিলে পুলিশের হস্তক্ষেপে তা সমাধান করা হয় বলে জানিয়েছে সদর দপ্তর।

বুধবার (৬ মে) দিবাগত রাত ২টার দিকে পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পদ্মা রেলওয়ে সেতু প্রকল্পে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান স্থানীয় শ্রমিকদের নিয়ে কাজ করছে। দৈনিক ভাতা নিয়ে স্থানীয় শ্রমিকদের সঙ্গে প্রতিষ্ঠানটির অসন্তোষ দেখা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে বাংলাদেশি বেসরকারি নিরাপত্তা কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এসময় তিনজন শ্রমিক আহত হন।

পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে কোনও মহল গুজব ছড়াতে পারে। তাই গুজবে কান না দিতে অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh