• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ২ হাজার ২০০

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মে ২০২০, ১৩:৪৪

চলতি বছরের ‘সাদাকাতুল ফিতর’ বা ফিতরা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। এবারের জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা।

সোমবার খাদ্যপণ্যের বর্তমান বাজারমূল্য হিসেব করে ইসলামিক ফাউন্ডেশনের ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান ফিতরার পরিমাণ জানান।

ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যেকোনও একটি দিয়ে ফিতরা দেয়া যায়। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়। তবে খুচরা বাজার মূল্যের তারতম্যের কারণে স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় করা যায়।

গেল বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা ও সর্বনিম্ন ৭০ টাকা ছিল। তার আগের বছর সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বোরকা পরে গেলেও মানুষ চিনে ফেলে’
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
X
Fresh