• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বইমেলায় আহসান কবিরের দু’বই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৭

এবারের বইমেলায় আহসান কবিরের ‘গাধা ভালো কিন্তু ছাগল!’ এবং ‘দুঃখ বাড়ি’ নামে দু’বই প্রকাশ পেয়েছে।

২০১৫ ও ২০১৬ সালের দেশ-বিদেশের আলোচিত কিছু ঘটনা নিয়ে লেখা হয়েছে ‘গাধা ভালো কিন্তু ছাগল!’ বইটি। এটি কবীর মাহমুদকে উৎসর্গ করা হয়েছে। বইটি মেলার প্রিয়মুখ প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। এর মূল্য ২০০ টাকা।

'দুঃখ বাড়ি' বইটির গল্প এহসান নামের মুক্তিযোদ্ধা সন্তানকে নিয়ে। জীবন সংগ্রামে টিকে থাকতে বিভিন্ন সমস্যা নিয়ে এটি লেখা হয়েছে। জাগৃতি প্রকাশনীর স্টলে ১৭৫ টাকায় পাওয়া যাবে বইটি।

লেখক আহসান কবিরের জন্ম ১৯৬৭ সালের ১ ফেব্রুয়ারি খুলনার খালিশপুরে। পড়ালেখা করেছেন খুলনার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় এবং বরিশাল ক্যাডেট কলেজে।

কলেজ থেকে বেরিয়ে বাংলাদেশ নৌ-বাহিনীতে যোগদান করেন। নৌ-বাহিনীর চাকরি হারাবার পর একাধিক সাপ্তাহিক ও দৈনিকে কাজ করেছেন।

এই পর্যন্ত তার প্রকাশিত কবিতা, রাজনৈতিক রম্য ও উপন্যাসের সংখ্যা ৩০টির মতো। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh