DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ৬ বৈশাখ ১৪২৬

রুবেলের বইয়ের মোড়ক উন্মোচন করলেন ফখরুল

আরটিভি অনলাইন ডেস্ক
|  ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৯ | আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৭
লেখক ও গণমাধ্যমকর্মী মাইদুর রহমান রুবেলের লেখা ‘ভূতের রাজ্য’সহ ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বইমেলা প্রাঙ্গণে রুবেলের ছাড়াও অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালামের ‘সুন্দরী শূণ্য’ ও জ্যেষ্ঠ সাংবাদিক রফিক মুহাম্মদের লেখা ‘পাখির আশা-পাখির বাসা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, এখানে এলেই মনে হয় ১৯৫২ সালের এ মাসেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মুক্তির সূচনা হয়েছিল। আমাদের অস্তিত্বের যে শেকড় তা ফেব্রুয়ারি মাসেই প্রোথিত।

তিনি আরো বলেন, কথা বলার সম্মিলিত স্বাধীনতা ও গণতন্ত্র যখন হারিয়ে যায়, তখন আমরা ভাষা আন্দোলনের কথাই স্মরণ করি। নতুন করে অনুপ্রাণিত হই আমাদের লেখার অধিকার, কথা বলার অধিকার ও আমাদের মৌলিক অধিকারগুলো ফিরে পেতে। সংগ্রামের শপথ নিই।

মোড়ক উন্মোচনে বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, মহিলা নেত্রী ফরিদা ইয়াসমীন, প্রকাশক জহির দীপ্তি, রশীদুর রহমান ও অধ্যাপক আমিনুল ইসলাম গিয়াস উদ্দিন মামুন উপস্থিত ছিলেন।

কে/ডিএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়