• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনা: ঢাকায় চিকিৎসক দল পাঠাতে চায় ভারতীয় সেনাবাহিনী, নাকচ করলেন পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০২০, ১৩:০৬
করোনা
পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেন

দক্ষিণ এশিয়াতে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। তা প্রতিরোধে সাহায্যের অংশ হিসেবে বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল, মিয়ানমার, মালদ্বীপ, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ প্রতিবেশি দেশগুলো জন্য র্যাপিড রেসপন্স টিম গঠন করেছে ভারতীয় সেনাবাহিনী।

এরই মধ্যে মালদ্বীপে ১৪ সদস্যের প্রতিনিধি দলও পাঠিয়েছে। সেখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে তারা। ভারতীয় গণমাধ্যম পিটিআই, টাইমস অব ইন্ডিয়া ও দ্যা প্রিন্ট- এমন সংবাদ প্রকাশ করেছে মঙ্গলবার।

ওই সংবাদে বলা হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এমন দেশগুলোর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে থাকতে চায় তারা।

তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেন বুধবার বাংলাদেশের ইংরেজি দৈনিককে মুঠোফোনে বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশে ভারতীয় সেনা চিকিৎসক দলের সহযোগিতার প্রয়োজন নেই। বরং আমরাই বিভিন্ন দেশে আমাদেশে চিকিৎসক দল পাঠাচ্ছি।

ওই গণমাধ্যমটিকে তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী এরই মধ্যে কুয়েতে একটি মেডিকেল টিম পাঠিয়েছে। আমরা মালদ্বীপ, ভুটান, চীনকেও সহায়তা করছি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
X
Fresh