• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বইমেলায় ‘ফেরা না-ফেরার গল্প’

আরটিভি অনলাইন

  ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৬

অমর একুশে বইমেলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের ‘ফেরা না-ফেরার গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

গেলো শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার হলে বইটির মোড়ক উন্মোচন করেন কবির বাবা-মা ও স্ত্রী।

বইটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘অন্য প্রকাশ’।

বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও কথা সাহিত্যিক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, মঈনুল আহসান সাবের ও কবির পরিবারের সদস্যরা।

সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, শাকিল আজ আমাদের মাঝে নেই। কিন্তু সে কোনো না কোনোভাবে আমাদের মাঝে আছে। তার লেখা গল্পগুলো ছিল প্রাণবন্ত। অত্যন্ত ভালো গল্পকার ছিল সে।

ইমদাদুল হক মিলন বলেন, শাকিল আমাদের মাঝ থেকে প্রস্থান করেছে। কিন্তু লেখা ও কর্মের মাধ্যমে সে আমাদের মাঝে বেঁচে থাকবে।

আর/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh