• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

'করোনায় দেশে ফিরে আসা প্রবাসীদের সহজ শর্তে ঋণ দেবে সরকার'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০২০, ১৭:১০
ইমরান আহমদ
ইমরান আহমদ

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে দেশে ফেরত আসা প্রবাসীদের সহজ শর্তে ঋণ সহায়তা দেবে সরকার। এ লক্ষে একটি পদ্ধতি প্রস্তুত করা হচ্ছে। বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। আজ বুধবার এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেশি ক্ষতিগ্রস্ত প্রবাস খাত। দেশে দেশে লকডাউন চলায় কর্মহীন লাখ লাখ প্রবাসী। এজন্য প্রবাসী কর্মীদের খাদ্য সহায়তা দিতে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। একইসাথে প্রবাসে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

তিনি জানান, কয়েকটি দেশ থেকে বাংলাদেশি কর্মী ফেরত আনতে বলা হচ্ছে। এই কর্মীরা ফেরত আসলে তাদেরকে সঠিকভাবে কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। এই সব কর্মী যাতে দেশে এসে কিছু করতে পারে সে দিকে গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রবাসে বাংলাদেশি কর্মীদের সুরক্ষার জন্য সংশ্লিষ্ট দেশে কুটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে। একইসাথে পরিস্থিতির গুরুত্ব অনুসারে প্রধানমন্ত্রীও সেসব দেশে ফোন করবেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh