• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনায় প্রাণ গেলো লালবাগের এক মুদি দোকানির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০২০, ২২:১১
করোনা
করোনা

করোনাভাইরাসে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন এক মুদি দোকানির (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার কুয়েত মৈত্রী হাসপাতালের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি রাজধানীর পুরান ঢাকার লালবাগের বড় ভাট মসজিদ এলাকার বাসিন্দা। তার মেয়ে ও মেয়ের জামাই এখনও কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার রাত ৮টায় বড় ভাট মসজিদ এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, সম্প্রতি তার এক প্রবাসী ভাগ্নে যুক্তরাষ্ট্র থেকে দেশে বেড়াতে আসেন। ধারণা করা হচ্ছে প্রবাসফেরত ভাগ্নের মাধ্যমেই তিনি ও তার পরিবারের সদস্যরা করোনায় আক্রান্ত হন। তাজুল ইসলাম, তার মেয়ে ও মেয়ের জামাইয়ের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ওই এলাকার শতাধিক বাড়ি লকডাউন করা হয়।

সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে বাঁশ দিয়ে বড় ভাট মসজিদ যাওয়ার রাস্তাটি আটকে দেয়া হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাকে খিলগাঁও কবরস্থানে দাফন করা হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh